৩ মাসের বাড়ী ও দোকান ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

0
159
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ১০ মে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাড়াটিয়া পরিষদের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার এর সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ মোস্তফা, মোঃ জামাল সিকদার, মোঃ মাকসুদুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন। সংহতি বক্তব্য রাখেন এড. আবেদ রাজা, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম রিপন, মাহমুদুল হাসান, আনিসুজ্জামান খোকন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বিশ্বে আজ করোনার মহামারি অবস্থা চলছে। তেমনি এক অবস্থাতে বাংলাদেশের ভাড়াটিয়া জনগণ এক দূর্বিসহ জীবন যাপন করছে। গ্যাস, বিদ্যুৎ, পানি ও ট্যাক্স আদায় বন্ধ রেখেছে। বাড়ীর মালিকরা ভাড়াটিয়াদের বাড়ী ও দোকান ভাড়ার জন্য চাপ দিয়ে নানা হয়রানী করছে এবং বাড়ী ছেড়ে দেয়ার হুমকি দিচ্ছে। যাহা কেবলমাত্র অমানবিক, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে অমান্য করার সামিল। ইতিমধ্যে মাননীয় বাণিজ্যমন্ত্রী এবং ঢাকা উত্তরের মাননীয় মেয়র আতিকুল ইসলাম, সিলেট মেয়র আরিফুল ইসলাম, চট্টগ্রাম মেয়র নাসির উদ্দিন, চট্টগ্রামের ডিসি, নারায়নগঞ্জের এমপি শামীম ওসমান এমনকি দেশের খ্যাতিমান বিভিন্ন ব্যাক্তি বাড়ীওয়ালাদের বাড়ী ভাড়া না নেয়ার জন্য অনুরোধ করেছেন আমরা তাদেরকে স্বাগত জানাই। বক্তারা আরো বলেন, ৩ মাসের বাড়ী ও দোকান ভাড়া মওকুফ না করলে আগামী ১৩ই মে রোজ বুধবার সকাল ১০টায় থেকে ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।
জনাব বাহার আরো বলেন, করোনার কারণে লকডাউন হওয়ায় তারা কোন কাজকর্ম করতে পারছে না, বাহিরে কোথাও যেতে পারছে না, এ অবস্থায় রাজধানীসহ সারাদেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। যে শ্রমিকরা কাজ করতেন তাদের মধ্যে আর্টশিল্প, গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক, দোকান কর্মচারী, সাংবাদিকসহ নানা পেশায় কর্মজীবী মানুষ তারা কর্মহীন হয়ে পড়েছে। তারই মধ্যে দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধগতি। একদিকে করোনা ভাইরাসে আতঙ্ক অন্যদিকে অর্থাভাব। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে জনগণকে রেহাই দেওয়ার জন্যে এপ্রিল, মে ও জুন মাসের ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও ট্যাক্স মওকুফ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের জোর দাবি করছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here