৫০ ভাগ স্টোর রেন্ট মওকুফ

0
111
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ব্যবসায়ীরা পণ্য খালাসে স্টোর রেন্ট শতভাগ মওকুফ চাইলেও ৫০ শতাংশ ছাড় দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী ৩০ মে পর্যন্ত এ সুবিধা নেওয়া যাবে। বন্দরের প্রস্তাবের পরিপ্রক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় এ অনুমোদন দিয়েছে। তবে আগামী ১ জুন থেকে এ সুবিধা বাড়ানো হবে না বলে জানিয়ে বন্দর কর্তৃপক্ষ বলছে, শেষ বারের মতো সুযোগ দেওয়া হচ্ছে। এবার বন্দর থেকে পণ্য খালাস না করলে নিয়মিত হারে স্টোর রেন্ট আদায় করা হবে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ আমাদের সময়কে বলেন, ‘এত দিন ব্যবসায়ীরা বলেছে শিপিং ডেমারেজের কারণে খালাস নিতে
পারছে না। ৩০ মে পর্যন্ত শিপিং ডেমারেজ মওকুফ করেছে। তাই আমরা শেষ সুযোগ দিয়েছি। ৩০ মের মধ্যে খালাস না নিলে সময় আর বাড়ানো হবে না।’
শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, করোনা সংকটে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ৩০ মে পর্যন্ত বন্দরের স্টোর রেন্ট মওকুফের মেয়াদ বাড়াতে নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে আমরা অনুরোধ জানিয়েছিলাম। ৫০ শতাংশ মওকুফ করে আমাদের সুযোগ দিয়েছে। এজন্য ব্যবসায়ীরা কৃতজ্ঞ। নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দর থেকে পণ্য খালাস নিতে আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছি। বন্দর সচল রাখতে সবাই এগিয়ে আসবেন।
জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সব কিছু বন্ধ থাকায় বন্দর থেকে পণ্য খালাস নিতে পারেনি ব্যবসায়ীরা। ক্ষতি পোষাতে ১৬ মে পর্যন্ত স্টোর রেন্ট শতভাগ মওকুফ করে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু শিপিং ডেমারেজ আদায়ের কারণে অনেকে পণ্য নিতে পারেনি। আগামী ৩০ মে পর্যন্ত শিপিং ডেমারেজ না নিতে গত রবিবার নির্দেশনা জারি করে নৌপরিবহন অধিদপ্তর। ফলে বন্দর কর্তৃপক্ষ মওকুফের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিলেও ৫০ শতাংশ মওকুফ করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here