৮ দফা দাবী বাস্তবায়নের দাবীতে শ্রম মন্ত্রণালয় ঘেরাও ও স্বারকলিপি পেশ

0
52
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ ১৬ মার্চ বৃহুস্পতিবার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ ভুক্ত সাতটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়। সকাল ১১ ঘটিকার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে ঘেরাও পুর্ব শ্রমিক সমাবেশ সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুর রহমান, সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব সালাউদ্দিন স্বপন, ভাইস চেয়ারম্যান এম, দেলোয়ার হোসেন, মাহতাব উদ্দিন সহিদ, সুলতানা বেগম, যুগ্ন মহাসচিব বজলুর রহমান বাবলু, জনাব মাহবুব মোর্শেদ নাসিম, ফিরোজা বেগম, তাহমিনা রহমান, মোঃ ইলিয়াস হোসেন, আঃ আজিজ, মোবারক খাঁন, মোসাঃ রুমা প্রমুখ।
পরিষদ আগামী সাতদিনের মধ্যে মজুরী বোর্ড পুন:গঠনের দাবী জানিয়েছেন। অন্যথায় পরিষদ পোশাক শিল্পে ধর্মঘট সহ ধারাবাহিক মাঠ পর্যায়ের আন্দোলন আহবানের মত কর্মসুচি ঘোষণা করতে বাধ্য হবে।
পরিষদের ৮ দফা আপনার জ্ঞাতার্থে পেশ করছি :-
১। ৭ম গ্রেডের শ্রমিকদের জন্য ৬৫ ভাগ মূল মজুরী সহ ২২০০০ টাকা ন্যুনতম মজুরী
নির্দ্ধারনের জন্য সরকার ও মালিকদের নিকট দাবী জানাচ্ছি।
২। আগামী সাত দিনের মধ্যে মজুরী বোর্ড পুনঃগঠনের জোর দাবী জানাচ্ছি।
৩। সাম্প্রতিক সংশোধিত বাংলাদেশ শ্রমবিধিমালায় সন্নিবেসিত শ্রমিক স্বার্থ-বিরোধী বিধি সমূহ বাতিল পূর্বক
নতুন বিধিমালা প্রণয়নের জোর দাবী জানাচ্ছি।
৪। বাংলাদেশ শ্রম আইন চলমান সংশোধনী প্রক্রিয়ায় শ্রমিক সংগঠন সমুুহের প্রস্তাবনা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে
একটি শ্রমিকবান্ধব শ্রম আইন প্রণয়নের জোর দাবী জানাচ্ছি।
৫। ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় শ্রম অধিদপ্তরের বে-আইনী হস্তক্ষেপ বন্ধ করা সহ ইউনিয়ন গঠনে বর্তমান ২০
শ্রমিকের অংশগ্রহনের বাধ্যবাধকতা বাতিল করে যে কোন শিল্পে বা প্রতিষ্ঠানে ন্যুনতম ১০ (দশ) জন শ্রমিক দ্বারা
ট্রেড ইউনিয়ন গঠনের গণতান্ত্রিক ও কোন প্রকার হস্তক্ষেপ মুক্ত স্বাধীনভাবে সংগঠন গড়ে তোলার শ্রম আইন
সন্নিবেশিত করার জোর দাবী জানাচ্ছি (পার্শ্ববর্তী দেশ ভারতে এই প্রথা চালু রয়েছে)।
৬। ভর্তুকিমূল্যে শ্রমিক পরিবার কে চাল,ডাল, আটা,ভোজ্যতেল,চিনি এবং শিশূখাদ্য রেশন প্রদানের লক্ষ্যে খাদ্য
মন্ত্রনালয়ের সহিত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের দাবী জানাচ্ছি।
৭। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাস্থ্য-সেবা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক স্বান্ধ্যকালীন স¦াস্থ্যকেন্দ্র স্থাপনে স্বাস্থ্য
মন্ত্রণালয়ের সাথে আন্তমন্ত্রণালয় বৈঠক শুরুর উদ্যোগ নেয়ার আহবান জানাচ্ছি।
৮। সরকারী চাকুরীজীবিদের মতো বেসরকারী শিল্পের শ্রমিকদেরকেও ৬ মাস মাতৃত¦কালীন ছুটি নিশ্চিত করতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here