৮ মাস পর বাংলাদেশে ভারতের টিকা রপ্তানি শুরু

0
69
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রায় আট মাস বন্ধ থাকার পর আবারও করোনার টিকা রপ্তানি শুরু করেছে ভারত। এ পর্যায়ে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, নেপাল ও ইরানেও টিকা রপ্তানি করছে দেশটি।
গত এপ্রিল-মে মাসে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলাকালে ভারত হঠাৎই টিকা রপ্তানি বন্ধ করে দেয়। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গিয়ে দেশটি সে সময় টিকার বাণিজ্যিক চুক্তিও স্থগিত করে। পরে নিজ দেশের জনগণকে প্রায় ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার পর সরকার রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করে।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন টিকা রপ্তানি বন্ধ রাখার পর ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভ্যাক্স কর্মসূচির আওতায় আফ্রিকায় প্রথম টিকা রপ্তানি শুরু করেছে।
ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনেওয়ালা ৮ নভেম্বর অ্যাক্সিওস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকারে বলা হয়, তিনি আশা করছেন, ওই সপ্তাহেই করোনার টিকা আফ্রিকায় পৌঁছাতে পারে। পুনেওয়ালা বলেন, শিপমেন্ট শুরু হলে প্রতি মাসে কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে অন্তত ৩ কোটি ডোজ টিকা সরবরাহ করা সম্ভব হবে।
বর্তমানে ভারতে করোনাভাইরাসের বেশ কিছু টিকা বিভিন্ন পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কোভাভ্যাক্স, করবাভ্যাক্স, জাইকভডি, জেনোভার এমআরএনএ টিকা।
এর মধ্যে কোভাভ্যাক্সের ৫ কোটি ডোজ টিকা প্রথমবারের মতো এ সপ্তাহেই ইন্দোনেশিয়ায় পাঠানো হচ্ছে, যদিও এটি ভারতের স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পক্ষ থেকে কোনো সবুজ সংকেত পায়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here