অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন মান্দার মানবিক ইউএনও শাহ আলম মিয়া

0
64
728×90 Banner

জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিন মৈনম গ্রামের লাভের পাড়ার বৃদ্ধা আলেকজান বেওয়া (৮৫) ঘরে ছিলো না কোন (আলো) ও খাবার ব্যবস্থা । বৃদ্ধা অসহায় আলেকজান বেওয়ার এমন খবর শুনতে পেয়ে অসহায় দুস্থ এই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন মান্দা উপজেলার মানবিক নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া । ওই বৃদ্ধার নাম আলেকজান বেওয়া, তিনি মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম লাভের পাড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এক অন্ধকার ঘরে খুব কষ্টে বসবাস করে। তার আপন কোন ছেলে মিয়ে না থাকায় তার স্বজনরাও তেমন কোন খোঁজ খবর নেন না । বয়সের ভাড়ে ঠিকমত সোজা হয়ে দাঁড়াতেও পারেন না । এমন খবর শুনে ইউএনও শাহ আলম মিয়া ছুটে যান তার ঐ অন্ধকার ঘরে সেই বৃদ্ধার পাশে । গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৫ টার সময় আলেকজান বেওয়ার কাছে গিয়ে তার ঘরে আলোর জন্য সোলার বাতি,একটি টেবিল ফ্যান ও কিছু খাবার সামগ্রিক তুলে দেন তার হাতে । এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়ার সাথে ছিলেন, বেশ কিছু গণমাধ্যম কর্মী, উপজেলার বেশ কিছু সরকারি কর্মকতারও। এমনি খবরে এতে নজর কাড়লেন মৈয়ম ইউনিয়ন বাসীর মান্দা উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও) শাহ আলম মিয়া ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here