সাপাহারে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

0
179
728×90 Banner

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উপজেলা সদরে বসবাসকারী ১সন্তানের জননী মহসীনা আক্তার(২৫) (সুইটি) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে, আত্মহত্যাকারী গৃহ বধু সদরের বাজার এলাকার নিমতলী মোড়ের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলামের স্ত্রী এবং উপজেলা সদরের জয়পুরমহল্লার মতিবুল হকের মেয়ে।
ঘটনা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মনের দু:খে গৃহবধু মহসিনা রোজা থাকা অবস্থায় কোলের সন্তানকে রেখে সবার অজান্তে কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পড়ে। ঘটনা জানাজানি হলে তড়ি ঘড়ি করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকগন প্রাথমিক পর্যায়ে তার পাকস্থলী পরিস্কার করেন। এর পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তার পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসাধীনাবস্থায় রাতের কোন একসময় তার মৃত্য হয়।
এবিষয়ে মেয়ের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ না করে বিষয়টি স্থানীয়ভাবে আপোশ মিমাংসা করে নিয়েছে বলে মেয়ের বাবার পারিবারিক সূত্রে জানা গেছে। এছাড়া মৃত্যুর ঘটনাটি যেহেতু এই উপজেলায় নয় সেহেতু সাপাহার থানার কোন এখতিয়ার নেই বলে অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here