সবাইকে তাক লাগিয়ে দিলেন জয়া!

0
271
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: শুধু বাংলাদেশ নয় কলকাতাতেও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন জয়া আহসান। এমনকি জয়ার নাম সবার প্রথম সারিতেই আসে। জয়ার বয়স কত জিজ্ঞাস করলে তিনি শুধু মিষ্টি হাসি উপহার দেন। বয়স কখনই বলেন না তিনি।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে সবার নজর কেড়েছেন জয়া। সেখানে অভিনেত্রীকে দেখা গেছে হাফ প্যান্ট পরনে। অফ হোয়াইট হাফ প্যান্ট ও সাদা শার্টে ফটোশুটের ছবিটি দিয়ে তিনি চমকে দিলেন সকলকে। জয়াকে বেশিরভাগ শাড়িতেই দেখা যায়। ওয়েস্টার্ন পোশাকের জয়াও দৃষ্টিনন্দন। তবে শর্ট প্যান্ট পরা জয়া এবার নিজের আগের চেনা রূপটাকে ভেঙে দিতে চাইলেন যেন।এদিকে টলিউডে একের পর এক ছবি করে চলেছেন জয়া। সর্বশেষ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘কণ্ঠ’ ছবিতে একজন জনপ্রিয় ডাক্তারের ভ‚মিকায় অভিনয় করেছেন তিনি। শিগগিরই তাকে দেখা যাবে আরও কিছু চমৎকার গল্পের ছবির চমক জাগানিয়া চরিত্রে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here