
এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমান সহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর তিন সপ্তাহ পর আটক হলেন তারা।
আজ রোববার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর থেকে তাদের আটক করা হয়।
র্যাবের আইনও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্যাসিনো বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্রাট ও তার সহযোগীকে আটক করা হয়েছে। তারা এখন র্যাবের হেফাজতে রয়েছে। তাদেরকে জিঞ্জাসাবাদ করা হবে।
র্যাবের মিডিয়া উইংয়ের মুখপাত্র লেফটেন্ট্যান্ট কর্ণেল সারওয়ার-বিন-কাশেম আজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, ক্যাসিনো কর্মকান্ডে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়েছে। এবিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।






