
মোঃরফিকুল ইসলাম মিঠু: নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডেরখলিফাপাড়া নিবাসী আব্দুল মতিন ও রহিমা খাতুনের পুত্র মোতালেব হোসেন মানিক। ছোটবেলা থেকেই তার স্বপ্ন সেবামূলক কাজে নিজেকে বিলিয়ে দেওয়া।তারই ধারাবাহিকতায় গত নির্বাচনে বিএনপির প্রার্থী নুরুল ইসলামের কাছে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। বয়স কম বলে অনেকেই তার উপর আস্থা রাখতে পারছেন না এমন প্রশ্নের জবাবে মানিক বলেন এলাকার যুব সমাজ আমাকে প্রার্থী হওয়ার উৎসাহ যোগিয়েছেন। ব্যাপক সাড়াও পেয়েছি। তিনি বলেন আমাদের এলাকার রাস্তাঘাট গুলো দেখেন বেহাল অবস্থায় পড়ে আছে। আমি আওয়ামীলীগের একজন কর্মি হয়েও কিছু করতে পারলামনা।কিছু করতে হলে অবস্থান দরকার।এই চিন্তা থেকেই নির্বাচনে অংশ গ্রহন করা।এলাকার যুব সমাজ বলেন আমরা দলমতের ঊর্ধ্বে এলাকার উন্নয়নের স্বার্থে মানিক ভাইকে মেম্বার হিসাবে দেখতে চাই। এলাকায় বসবাসরত শহর ও প্রবাসে যারা রয়েছে তাদের কাছেও তার সর্মথন রয়েছে বলে জানাযায়।মানিক সম্পর্কে সারোয়ার নামে এক যুবক বলেন এলাকার যে কোন সামাজিক আচার যেমন মৃত ব্যাক্তির দাপন,গরীব মেয়েদের বিবাহের জন্য যুব সমাজের সাহায্য নিয়ে সমাধান করা। মেম্বার নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থারও পরিবর্তনে কাজ করবো বলে জানান।






