করোনা : লন্ডন হাইকমিশনে পোস্টাল সার্ভিসে কন্স্যুলার সেবা

0
202
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে কিছু সেবা সীমিত করেছে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কিছু সেবা স্থগিত থাকবে। তবে এখন থেকে পোস্টাল সার্ভিসে কন্স্যুলার সেবা নেওয়া যাবে।
বুধবার (১৮ মার্চ) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এখন থেকে এমআরপি রি-ইস্যু, ভিসা, এনভিআর ও ডকুমেন্ট সত্যায়নের ক্ষেত্রে পোস্টাল সার্ভিসের মাধ্যমে আবেদন করা যাবে।
তবে ভিসা ও এনভিআরের ক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে।
হাইকমিশন আরো জানিয়েছে, নতুন এমআরপি, জন্মনিবন্ধন সনদ, পাওয়ার অব অ্যাটর্নি ও স্বাক্ষর সত্যায়ন পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here