গাজীপুরে অসহায় পরিবারকে নতুন ঘর করে দিলেন যুবলীগ নেতা

0
443
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান : গাজীপুর গোল্ডেন ড্রিমস এসোসিয়েশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (১৭ মার্চ ২০২০) উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা, এতিম, বিধবা ও সুবিধাবঞ্চিত গৃহীহনদের জন্য বিনামূল্যে ১০০টি গৃহ নির্মাণ ও হস্তান্তর কর্মসূচির ৬৩তম ঘরটি গাজীপুর মহানগর ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ দিলারটেক গ্রামের অসহায় পরিবারের পঙ্গু বাবুল মিয়াকে হস্তান্তর করা হয়। গোল্ডেন ড্রিমস এসোসিয়েশনের চেয়ারম্যান গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহŸায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রসাসকের অতিরিক্ত জেলা প্রসাসক এডিসি আবু নাছার উদ্দিন। বিশেষ অকিথি হিসাবে বক্তব্য রাখেন টঙ্গী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,৩৯ নং ওয়ার্ড কাউন্সিলন মোঃ শাহিনুল আলম মৃধা,সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিণ আক্তার। এছাড়াও অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগের সভাপতি প্রার্থী কাজী কামাল,টঙ্গী পূর্ব থানার সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক প্রার্থী এমএস মনজুর রনী, কাশিমপুর থানা যুবলীগ নেতা রিপন সরকার, পূবাইল থানা যুবলীগ সভাপতি প্রার্থী বাবুল পাঠান, সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল্লাহ মোক্তাদির নয়ন,গাছা থানা যুবলীগ সভাপতি প্রার্থী কাজীমুদ্দিন,৫১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোস্তফা মিয়া,৪৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী লুৎফর রহমাান প্রমুখ।
গোল্ডেন টিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন সাধারণত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম (১৭মার্চ ২০১২০) জন্মবার্ষিকী উপলক্ষে আমরা টার্গেট করেছি ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে আমরা ১০০টি ঘর নির্মাণ করে দিব সেই লক্ষ্যে আমরা ১৯১৫ সাল থেকে কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আমরা ৬৬ টি ঘর নির্মাণ করেছি তা গাজীপুরে বীর মুক্তিযুদ্ধা,বিধাব,এতিম,সুবিধাবঞ্চিতদের মাঝে বুজিয়ে দিয়েছি,তিনি আরও বলেন আমরা শুধু ১০০টি ঘর নির্মাণ করে ক্লান্ত হবো না আমাদের রাজনৈতিক পদ পদবী থাকুক বা না থাকুক এদেশের মানুষের মঙ্গলের জন্য আমরা কাজ করে যাব। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে হত দরিদ্রদের মাঝে ১০০টি ঘর নির্মান করে তাদের হাতে তুলে দিবো। এ পর্যন্ত ৬৬টি ঘর হস্তান্তর করা হয়ে গেছে। বাকী গুলো এই সময়ের মধ্যে সম্পন্ন হবে। অনুষ্ঠান শেষে অসহায় পরিবারের পঙ্গু বাবুল মিয়ার হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয় এবং তার বাড়ির আঙ্গিনায় ২ টি ফলের গাছ লাগানো হয়। উল্লেখ্য, গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে গোল্ডেন ড্রিমস্ এসোসিয়েশনের সহযোগিতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ২০২০ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে বীরমুক্তিযোদ্ধা, বিধবা, এতিম ও সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে ১শ’টি গৃহনির্মাণ এবং হস্তান্তর প্রকল্পের ৬৬টি ঘর হস্তান্তর করা হয়েছে। ৬৭তম গৃহ হস্তান্তর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here