ফারুক মাষ্টারের প্রথম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা

0
376
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ মাষ্টারের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার স্মরণসভা উপলক্ষে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকাদের সমন্বয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আতাহার আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড কাউন্সিলর, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আতাউর রহমান, মরহুম ফারুক আহম্মেদ মাস্টারের গর্বিত পিতা হাজী মোহাম্মদ আলী মেম্বার, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের কলেজ ইনচার্জ মাহবুবউল আলম, উত্তরা প্রবর্তন সিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মাহবুবুল আলম, গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য, মরহুম ফারুক আহম্মেদ মাষ্টারের ¯েœহের ছোট ভাই বদরুল আলম পাশা, দেওড়া মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার, আব্দুল আউয়াল মডেল স্কুলের সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম, কৃষকলীগ নেতা নাজমুল হক জিহাদী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুকুমল সরকার, সেলিম মিয়া, আলফাজ উদ্দিন, টঙ্গী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শামীম, স্থানীয় ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, শাহনাজ বেগম, কাকলী রহমান, মজিবুর রহমান, নূর আলম স্বপন, আমিনুল হক, শিরিন আক্তার সুমা, আবু সাঈদ, সালমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন মরহুম ফারুক আহম্মেদ মাষ্টার সবসময় স্কুলটিকে নিয়ে ভাবতেন। তার অকাল মৃত্যু আমরা কখনো মেনে নিতে পারি না। এ বিদ্যালয়ের সাথে তার আত্মার সম্পর্ক ছিল। আমাদের দাবী ফারুক আহম্মেদ মাষ্টারের নামে বিদ্যালয়ের ভবনটি নামকরণ ও একটি রাস্তা ফারুক আহমেদ মাস্টারের নামে নামকরণ করা হউক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here