একটি বই লেখার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা পারিশ্রমিক নিচ্ছেন আহমেদ সাব্বির

0
127
728×90 Banner

জনপ্রিয় মডেল অভিনেত্রী ও ডেন্টিস্ট নায়লা নাঈমের জীবনী লিখে লেখক হিসেবে আত্নপ্রকাশ করেন চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির: ‘রেইল গেট’ এবং ‘গ্রীনরুম’ শিরোনামে আহমেদ সাব্বিরের আরও দুইটি অপ্রকাশিত বই রয়েছে যা শিগ্রই প্রকাশ করা হবে। “নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান” প্রকাশ হবার আগে থেকেই দেশের অনেক ধনাঢ্য ব্যবসায়ী , সংগীতশিল্পী , অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা সহ সামাজিক ভাবে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের নিকট থেকে বায়োগ্রাফী লেখার প্রস্তাব পান আহমেদ সাব্বির। তবে এখন পর্যন্ত কারো প্রস্তাবই তিনি গ্রহণ করেন নি। সাম্প্রতি তিনি দুইটি বায়োগ্রাফি বই লেখার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন। তার একটি বই এর জন্য এক লক্ষ বিশ হাজার টাকা পারিশ্রমিক নিচ্ছেন আহমেদ সাব্বির। গ্রন্থস্বত্ব লেখক কতৃক সংরক্ষিত থাকবে। অন্য বইটিও করছেন চড়া পারিশ্রমিকে।
এবছর বই মেলাতে তার প্রথম বই “নায়লা নাঈম দ্য কুইন অব কনট্রোভার্সি পার্ট ওয়ান পাওয়া যাবে গ্রন্থিক প্রকাশন এর স্টলে।
বই মেলা শেষ হবার পর শুরু হবে “কমলীবালা দেবী” চলচ্চিত্রের শুটিং। আহমেদ সাব্বিরের পরিচালনায় ঐতিহাসিক পটভূমিতে নির্মিতব্য এই ছবিটি ধারণ করা হবে থ্রিডিতে। মুম্বাই এর স্কাইওয়ার্ক স্টুডিওর ক্যামেরায় চিত্রধারণ করবেন ইমরুল হাসান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here