
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে তিনজন। বুধবার সকাল সাড়ে আটটায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর এলাকার এ ঘটনায় আহত রুবেল, হৃদয় ও শাহাবুদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়সহ আহত এবং মামলার বিবরনে জানা যায়, উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর এলাকার রাড়ী বাড়ি কালভার্টের পাশে মাটি কাটার সময় পূর্ব বিরোধের জের ধরে রুবেল, হৃদয় ও শাহাবুদ্দিনের উপড় হামলা চালায় একই এলাকার কালাম, মিঠু এবং জলিল সিকদার। ধারালো অস্ত্র, লোহার রড এবং লাঠি দিয়ে পিটিয়ে কুপিয়ে তাদের গুরতর জখম করে। এসময় হামলাকারীরা শাহাবুদ্দিনকে শ্বাসরোধ করে হত্যার চেস্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
