
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবী সহকারীদের সংগঠন আইনজীবী সহকারী কল্যান সমিতির ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২৪ জানুয়ারী বিকাল ৪টায় পুরাতন আদালত ভবনে অবস্থিত সংগঠনের কার্যালয়ে সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কালাম গাজী এবং সাধারন সম্পাদক পদে মোঃ আবদুল হাই হাওলাদার। এছাড়া সহ সভাপতি পদে মোঃ মোয়াজ্জেম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, কোষাধক্ষ মোঃ কায়েদ আজম, দপ্তর সম্পাদক মোঃ আঃ হক এবং সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ফারুক হাওলাদার।
উল্লেখ্য, সমিতির স্বার্থে প্রার্থীগণ স্বেচ্ছায় তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় নির্বাচন কমিশনার মোঃ আলমগীর হোসেন নান্নু, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম এবং সদস্য মোঃ আঃ রাজ্জাক মৃধা বিনা প্রতিদ্বিদ্বতায় ৭ সদস্যের কমিটি ঘোষনা করেন।
