টঙ্গীতে ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপন ও আলোচনা সভা

0
202
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা, টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ,আশরাফ টেক্সটাইল মিলস্ হাই স্কুল,টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ, গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চল ব্যাপক আয়োজন করেছে।

রোববার টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মো: শাহ আলমের সভাপতিত্বে এবং এসআই নজমুল হুদার পরিচালনায় আলোচনা সভা কেক কাটা ও মিষ্টি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান পিপিএম, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. সুফিয়া বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here