নওগাঁর বরিয়া গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
42
728×90 Banner

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া পোষ সংক্রান্তী মেলায় গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ জানুয়ারি) বিকালে বরিয়া মাঠে মেলা কমিটির আয়োজনে বিস্তৃত মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি রাজশাহী, বগুড়া, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগন্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিরা ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেন।
প্রতিযোগিতায় তিন পর্বে কদম দৌড়, তিন পর্বে দাপট দৌড় ও শেষ পর্বে বিজয়ী ৩ টি ঘোড়া নিয়ে চ্যাম্পিয়ন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় আকর্ষণ হিসেবে নওগাঁর আলোচিত তিন শিশুর প্রতিযোগী তাসলিমা, সোনিয়া ও হালিমা ঘোড়া নিয়ে বিশেষ দাপট দৌড়ে অংশ নেন।
বরিয়া গ্রামবাসীর আয়োজনে ঘোড়া দৌড় প্রতিযোগিতা প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, নিয়ামতপুর উপজেলা আওয়ামীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here