ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়নে নাগরিক অধিকার মঞ্চ প্রতিষ্ঠার দাবিতে জন পার্টির উদ্যোগে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ কর্মসূচী গত ২৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় জন পার্টির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন, জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী। অনুষ্ঠান পরিচলনা করেন, জন পার্টির মহাসচিব সালাহ উদ্দিন সোহাগ। জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রায় এক সপ্তাহ আগে লিখিতভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচী পালন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করলেও কর্মসূচীর দিন অনুমতি নাই বলে পুলিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচী পালন করতে বাধাঁ দেয়। জন পার্টির নেতৃবৃন্দ তাৎক্ষনিক দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব আব্দুর রহমান (রাজা), মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মুনতাসির মামুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ তানভীর ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল মিয়া (স্বপন খান), কৃষি বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বুল বুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শাকিল প্রধান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সোহাগ তরফদার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মেহেদী মাসুদ প্রমুখ। এছাড়াও এ কর্মসূচীতে জন পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভন্ন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, জন পার্টি শুধু ক্ষমতার জন্য নয় সমাজের জন্য কাজ করে আসছে। ইতিমধ্যে জনকল্যাণমুখী বেশকিছু কর্মসূচী পালন করেছে জন পার্টি। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, সফলতা, উদ্ভাবন, সমস্যা, সম্ভাবনা, সরকার ও জাতির কাছে তুলে ধরতে নাগরিক অধিকার মঞ্চ প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেন। সাথে সাথে তিনি কর্মসূচী পালন করতে পুলিশী বাধাঁ ও অনুমতি না দেয়ার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জন পার্টি শত বাধা অতিক্রম করে জন কল্যাণমুখী কার্যক্রম চালিয়ে যাবে। স্বাধীনতার চেতনা বাস্তবায়নের জন্য তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাবে জন পার্টি।