বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় তুরস্ক

0
91
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় তুরস্ক। গতকাল দেশটির রাষ্ট্রদূত সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে এক মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান। তুর্কি রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশের পাটপণ্যের শীর্ষ ক্রেতা তুরস্ক। তৈরি পোশাক এবং ওষুধ আমদানিও করে দেশটি বাংলাদেশ থেকে। এ পরিপ্রেক্ষিতে কীভাবে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো যায়, তা নিয়ে কাজ করতে চায় তুরস্ক। বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে যৌথ বিনিয়োগের বিষয়েও কাজ করতে তুর্কি উদ্যোক্তারা আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত। সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তুরস্কে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করলেও উচ্চ হারে শুল্ক প্রদান করতে হচ্ছে। ফলে রপ্তানিতে কিছু সমস্যা হচ্ছে।
তিনি অ্যান্টিডাম্পিং এবং তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে উচ্চ শুল্কহার প্রত্যাহারে তুরস্কের প্রতি আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত বাণিজ্য সচিব (এফটিএ) মো. শহিদুল ইসলামসহ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here