

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মান্দা উপজেলা বিএনপি সোমবার বিকাল ৩টার সময় মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মান্দা উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ সদস্য সামসুল আলম প্রামানিক।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান (মকে), উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডা: ইকরামুল বারী টিপু, যুগ্ম আহ্বায়ক একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জ্বল হোসেন টুকু, মোজাম্মেল হক মুকুল, উপজেলা বিএনপি’র সদস্য মনোজিৎ কুমার সরকার, যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবিৃন্দরা।
