সিরাজগঞ্জ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের সম্মেলন

0
266
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্কঃ বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক সমিতি’র সিরাজগঞ্জ জেলা সম্মেলন   অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ফেব্রুয়ারি-২০১৯) দিনব্যাপী সিরাজগঞ্জ কওমী জুট মিলস্ হাইস্কুলের একটি কক্ষে জেলা সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুন্জুরুল হক সরকার। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ মোঃ জসীম উদ্দীন। এতে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক সিরাজগঞ্জ জেলার যুগ্ন-আহবায়ক কে,এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দীন, অতিরিক্ত মহাসচিব ও প্রতিষ্ঠাতা,সংবিধান প্রনেতা রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটি যুগ্ন-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহিলা বিষয়ক সম্পাদিকা ও সিরাজগঞ্জ জেলার আহবায়ক মোছাঃ আফরোজা খাতুন, নাটোর জেলা কমিটির আহবায়ক বাচ্চু মিয়া, পাবনা জেলার আহবায়ক আবুল কাশেম সহ বিভিন্ন জেলার এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে এতে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক,এম জাকির হোসেন কে সভাপতি সহ-সভাপতি মোছাঃ আফরোজা খাতুন ও উল্লাপাড়ার আমডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শফিউল আলমকে সাধারন সম্পাদক সহ অন্যান্য পদের নাম ঘোষনা করা হয়েছে। সঞ্চালনায় ছিলেন, সিরাজগঞ্জ আহবায়ক কমিটির সদস্য সচিব শফিউল আলম। বক্তারা সম্মেলনে বলেন, সহকারী প্রধান শিক্ষদের মূলদাবী বেতন বৈষম্য দূর করে সঠিক মূল্যায়নের জন্য সকল কার্যক্রমের সঙ্গে দাবি জানান। বেশীর ভাগ ক্ষেত্রে প্রধান শিক্ষকের অনুউপস্হিতিতে সহকারী প্রধান শিক্ষকগন দায়িত্ব পালন করে থাকলেও সকল ব্যর্থতার দায়ভার বহন করতে হয়। প্রতিষ্ঠানে শিক্ষার ক্ষেত্রে সহকারী প্রধান শিক্ষকের ভুমিকা বেশী থাকে সে তুলনায় বেশী দায়িত্ব ও পালন করে থাকে। সহকারী -প্রধানশিক্ষক অতিরিক্ত দায়িত্ব পালন করে অথচ অতিরিক্ত সুবিধা ভোগ হতে বঞ্চিত এবং সহকারী প্রধান শিক্ষক পদ পূরনে যোগ্যতা অর্জন করা সত্বেও তাদের নিজ প্রতিষ্ঠানে পদ পূরন করা হয় না এই বৈষম্যদূর করার লক্ষ্যে একমিটি গঠন করা হয়েছে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here