স্কুল-কলেজে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন সমাবেশ 

0
185
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সারা দেশব্যাপী স্কুল ও কলেজ কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরি পট্টিতে নাগরিক সংরক্ষণ কমিটির উদ্যোগে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে বক্তব্য রাখেন নাগরিক সংরক্ষণ অধিকার কমিটির সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন, মানিকমালা খেলাঘর আসরের সভাপতি ও কাউন্সিলর মনোয়ারা বেগম, অধ্যাপক রফিকুল ইসলাম, সংগঠক দিবাকর সরকার, গণমাধ্যম কর্মী নীল রতন কুন্ড, অভিভাবক মতিউর রহমান খান, সোয়াইবুর রহমান, নুরআলম, তাবির আদনান বাদল প্রমুখ। বক্তারা কলাপাড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ চলাকালীন শিক্ষকদের যথাযথ পাঠদান নিশ্চিতের দাবি জানান। স্কুল-কলেজ চলাকালীন শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার দাবি জানানো হয়। তারা এসব যৌক্তিক ২০ দাবি পুরনে স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here