স্পিকার নির্বাচিত হলেন ড. শিরীন শারমিন, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া

0
212
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা তৃতীয়বারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।
এছাড়া ডেপুটি স্পিকার হিসেবে তার আগের সহকর্মী অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ফের নির্বাচিত হয়েছেন।
বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান।
এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের।
পরে সেই প্রস্তাবে সমর্থন করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাবটি কণ্ঠভোটে দেন সংসদে স্পিকারের আসনে থাকা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
সংসদ সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিনাভোটে নির্বাচিত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদের অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি করা হয়।
সংসদ অধিবেশনের মুলতবির সময় রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন স্পিকার।
নবম সংসদে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন শিরীন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকেই নির্বাচিত হন শিরীন শারমিন।
এরপর অধিবেশন কক্ষে পুনরায় শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক ডেপুটি স্পিকার পদে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহীম।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি ভোটে দিলে কণ্ঠভোটে ডেপুটি স্পিকার পদে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে নিরঙ্কুশ জয় পায়।আজ প্রথম অধিবেশনের মধ্য দিয়ে একাদশ সংসদের যাত্রা শুরু হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here