অপরূপ বাংলা

0
378
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: শহরের ব্যাস্ত জীবনে কর্মযজ্ঞে ডুবে থাকলেও গ্রামের আকর্ষণ অমেঘ। তাই বারে বারে যে স্থানেই কেউ থাকুক না কেন , গ্রাম বাংলার হাতছানি তার মনকে অধীর করে তোলে।
বর্ষাকাল গ্রাম বাংলার নিচু জমি ও নদীতে থৈ থৈ করছে অথৈয় পানি। আর এ পানিতেই পাট কেটে জাগ দেওয়া ও পাটকাঠি থেকে আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।যে দিকে চোখ যায় শুধু পানি আর পানি। আর এ পানিতে কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা।
ধান, গম ও ভুট্টার খড় গবাদি পশুকে খাওয়ানোর উপযোগী করে ছোট ছোট টুকরা করার চপার মেশিন। কতইনা অপরূপ দৃশ্য ছবি –পিবিএ

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here