আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন: ভোটারদের উদ্দেশ্যে- খোকা

0
205
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে, উত্তর সিটির ৫৪নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ খোকা ( ঠেলা গাড়ী প্রতিক ) ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের মূল্যবান ভোট আপনাদের পছন্দের প্রার্থীকে দিবেন । এতে যদি কেউ আপনাদের বাধা সৃষ্টি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করবেন । সেই সাথে এই ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের সকাল থেকে ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার নির্দেশ দেন তিনি । এসময় হারুন অর রশিদ খোকা সংবাদ কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সংবাদ কর্মীরা লেভেল প্লেয়িং ফ্লিড পেতে কাজ করছেন । গণমাধ্যমের উপর আমাদের আস্থা আগেও ছিলো, এখনও আছে। এবারের সিটি নির্বাচনের প্রচারের সময় ৬ জন সংবাদ কর্মী আহত হয়েছেন। তাদের প্রতি আমার সমবেদনা । আমরা আশা করছি- নির্বাচনের দিনে কোন সংবাদকর্মী আহত বা বাধার শিকার হবেন না ।’বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রচারণার শেষ দিন সন্ধ্যায় তার নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে এই প্রার্থী এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে হারুন অর রশিদ খোকা আরও বলেন, ‘আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। আমাদের উদ্দেশ্য গণতন্ত্র ফিরিয়ে আনা । আমরা ভোট গণনা পর্যন্ত মাঠে থাকবো, ভোটারেরা কেন্দ্রে গিয়ে ভোট দিলে ভোট চুরি করা সম্ভব হবে না । ভোট দিয়ে ভোট চুরি প্রতিরোধ করা সম্ভব।’ ‘নির্বাচন কমিশন যদি চায়, জনগণের ও গণতন্ত্রের স্বার্থে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আমাদের আশঙ্কার জায়গা নির্বাচন কমিশনকে নিয়ে । ইতিমধ্যে আমাদের সুনিদিষ্ট অভিযোগ আমলে না নিয়ে খারিজ করে দিয়েছেন। তাদের ইভিএম পরিচালনার সক্ষমতা নেই, তাই সহায়তার জন্য সেনাবাহিনীর থেকে জনবল নিয়েছে।’ তিনি আরমও বলেন, ‘পুলিশকে প্রভাবিত করা হচ্ছে । নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। যেন তারা কোন ব্যক্তিকে এলাউ না করে, নির্বাচনকে বানচাল করতে না পারে । এবারের নির্বাচনে হারুন অর রশিদ খোকার ( ঠেলা গাড়ী প্রতীকের ) পক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের নেতা থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বেশ জমজমাট হয়ে ওঠে ৫৪নং ওয়ার্ডের নির্বাচনী মাঠ ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here