আবরার হত্যার বিচারের দাবিতে সড়কে ডুয়েটের শিক্ষার্থীরা

0
261
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে গাজীপুরে ডুয়েট ক্যাম্পসের সামনে ঢাকা-শিমুলতলী সড়কে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে তারা। ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন ডুয়েটের সাবেক ছাত্র প্রকৌশলী শরীফুল ইসলাম, শুভ দেবনাথ, ডুয়েটের চতুর্থ বর্ষের ইইই বিভাগের শিক্ষার্থী ফয়সাল, রেজওয়ানুল ইসলাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আশরাফুল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সুজন সরকার, তৃতীয় বর্ষে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রোডাকশন বিভাগের জাহাঙ্গীর আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আলমগীর হোসেন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহেদ, ইইই বিভাগের লিটন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মুন্না প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আবরারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে আসি লেখাপড়া করার জন্য। বাবা-মায়ের কাছে লাশ হয়ে ফিরে যেতে চাই না। বিশ্ববিদ্যালয়ে লাশ হতে আসিনি, শিক্ষা নিয়ে দেশ গড়তে এসেছি। এ সময় তারা আবরারের হত্যাকারী ও তাদের মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here