আমার স্বামী বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলায় জড়িত নয়: রিটা রহমান

0
223
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর: রংপুর-৩ আসনে বিএনপি প্রার্থী রিটা রহমানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমার স্বামী মেজর মোহাম্মদ খায়রুজ্জামান বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলায় জড়িত নয়।
বুধবার দুপুরে রংপুর মহানগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
রিটা রহমান বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি মহল আমার স্বামী খায়রুজ্জামানকে বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার আসামি বলে প্রচার করছেন। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে নির্বাচনে ঘায়েল করতে একতরফাভাবে ভিত্তিহীন এই অপপ্রচার চালানো হচ্ছে।’
তিনি দাবি করেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট আমার স্বামী ভারতে ট্রেনিংয়ে ছিলেন। এ কারণে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার চার্জশিটে ছিলেন না। এই রেকর্ড বঙ্গবন্ধুর হত্যা মামলার ফাইল খুললেই পাওয়া যাবে।’
বিএনপির এ প্রার্থী বলেন, ‘মেজর খায়রুজ্জামান আসামি না হলেও ১৯৯৬ সালের ১৩ আগস্ট তাকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেলহত্যা মামলায় আসামি করা হয়। ২০০২ সালে খায়রুজ্জামান সহ পাঁচ জনকে বেকসুর খালাস করা হয়। তারপরও আমার স্বামী ও পরিবারকে ঘিরে মিথ্যাচার করা হচ্ছে। এটা হলুদ সাংবাদিকতা।’
এসব মিথ্যাচার বন্ধ করা না হলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদেরকে ওয়াচডগের ভূমিকা পালনের আহবান জানান।
এদিকে সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের দেখা যায়নি। এতে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সামসুজ্জামান সামু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা যুবদলের সাধারণ শামসুল হক ঝন্টু, যুগ্ম সম্পাদক শাহ্ জিল্লুর রহমান, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, রংপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল ইসলা ম রবি প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here