ইউক্রেনের শরনার্থী আর মিয়ানমারের শরনার্থীর মধ্যে প্রার্থক্য থাকবে কেন ?

0
77
728×90 Banner

মোঃ লোকমান খান: পৃথিবীর কোন দেশ যুদ্ধ চায় না। সকলেই চায় শান্তি। সেই শান্তি থাকা অবস্থায় ঘটে বিরাট বিপর্যয় যুদ্ধাবস্থা, বিধ্বস্থতা এবং ধ্বংশযজ্ঞ। এর সুস্পষ্ট প্রমান আমাদের নিকট বর্তমান রয়েছে। হঠাৎ করে গত ২৪শে ফেব্রুয়ারী ২০২২ তারিখে রাশিয়া ইউক্রেনে সেনা পাঠিয়ে ইউক্রেনের বিভিন্ন শহর ও রাজধানী কিয়েভ দখল করার চেষ্টা শুরু করে। আমেরিকা সহ সারা পশ্চিমা বিশ^, ন্যাটোভুক্ত দেশগুলো হৈচৈ শুরু করে দেয়। রাশিয়া বিভিন্ন শহরে গোলাবর্ষন শুরু করে এবং কিছু শহর দখলে নেয়। বাসিন্দারা প্রান বাঁচাতে পাশ^বর্তী পোল্যান্ড, হাঙ্গেরী, রোমানিয়া, মালদোবা সহ বিভিন্ন দেশে শরনার্থী হিসেবে ঢুকতে শুরু করেছে। এরই মধ্যে প্রায় ৩০ লক্ষ শরনার্থী বিভিন্ন দেশে আশ্রয় নেয়। পোল্যান্ডেই গিয়েছে প্রায় ২০ লক্ষ শরনার্থী। পশ্চিমা বিশ^ সহ ন্যাটো, আমেরিকা, অষ্ট্রেলিয়া, জাপান মিলে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকে কিভাবে রাশিয়াকে শায়েস্তা করা যায়। আমেরিকা প্রথম বলেছিলো সে কোন শরনার্থী নিবে না। কিন্তু গত ২৫শে মার্চ ২০২২ তারিখে আমেরিকার প্রেসিডেন্ট জো-বাইডেন ব্রাসেলসে জি-৭ সম্মেলনে এসে ২৬শে মার্চ ২০২২ তারিখে পোল্যান্ডের শরনার্থীদের দেখার জন্য এসে ঘোষনা দিয়ে যান যে, আমেরিকা ১ লক্ষ শরনার্থীকে নিবে। এতো শরনার্থীর বোঝার জন্য জাতিসংঘের জরুরী বৈঠক, নিরাপত্তা পরিষদের বৈঠক হতেই থাকে, হতেই থাকে। কিভাবে শরনার্থী ঠেকানো যায় বা শরনার্থীর বিষয়টির কিভাবে সমাধান করা যায়। উন্নতশীল রাষ্ট্র কানাডা, জার্মানী, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, অষ্ট্রেলিয়া সহ প্রায় সকল রাষ্ট্র একযোগে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সহ সব ধরনের নিষেধাজ্ঞা দিতে থাকে। এমনকি ইউক্রেনে পারমানবিক যুদ্ধাস্ত্র প্রেরন করা শুরু করে। তারপরেও ইউক্রেনের প্রায় ৩০ লক্ষ বাসিন্দা নিজেদের প্রান বাঁচানোর জন্য পাশ^বর্তী কয়েকটি উন্নয়নশীল রাষ্ট্রে আশ্রয় গ্রহন করেছে। বিভিন্ন দেশ যার যার সাধ্যমত সাহায্য, ত্রান ও অর্থ দিয়ে সহায়তা শুরু করে। মোটামুটি বলা চলে সমগ্র পশ্চিমা বিশ^, আমেরিকা, অষ্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ঘুম হারাম হয়ে গিয়েছে। কিভাবে এ শরনার্থীদের বিষয়টি সুরাহা করা যায়। ইতোমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। আশা করা যায় হয়ত একটা বিহীত ব্যবস্থা হতে পারে। তারপরেও এখনো যুদ্ধ চলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হউক এটাই বাংলাদেশের জনগনের প্রত্যাশা।
এর বিপরীতে এবার আমরা যদি লক্ষ্য করি যে, মিয়ানমার সরকার ২০১৭ সালে সেদেশের মুসলিম রুহিঙ্গাদের জাতীগত নিধন করতে চাইলে রুহিঙ্গারা তাদের জন্মভূমি, ঘর-বাড়ী, সহায় সম্পত্তি, গৃহপালিত পশু ফেলে রেখে নিজেদের জান বাঁচানোর জন্য বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে। ২০১৭ সালের মধ্যে প্রায় ১০ লক্ষ রুহিঙ্গা বাংলাদেশের মত একটি ছোট দেশে আশ্রয় নেয়। এর পূর্বেও বিভিন্ন সময়ে আরো প্রায় ৩ লক্ষ রুহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। ফলে বর্তমানে বাংলাদেশে প্রায় ১৩ লক্ষ রুহিঙ্গা শরনার্থী হিসাবে আছে। মিয়ানমারের এহেন নির্যাতন, জ¦ালাও -পোড়াও, গুলি বর্ষনের মত ঘটনার জন্য জাতীসংঘ কর্তৃক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আন্তর্জাতীক আদালতে মামলা হয়েছে। মিয়ানমারে বর্তমানে স্বৈর শাসক শাসন করলেও রুহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে নির্বিকার। বিভিন্ন দেশ হতে কিছু কিছু সাহায্য ও ত্রান পাওয়া গেলেও রুহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কোন সাংগঠনিক তৎপরতা লক্ষ করা যায়নি। এইতো সবেমাত্র ২৯/৩/২২ ইং তারিখের “বাংলাদেশ প্রতিদিনের” খবরে দেখা যায় যে, বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের শরনার্থীদের জন্য আন্তর্জাতীক বরাদ্দ বেশ কমে গেছে। যে সমস্ত রাষ্ট্র যত টাকা অনুদান দিবার কথা বলে; সে অনুপাতে পুরাপুরি অর্থ পাওয়া যায় না। এহেন অবস্থায় বাংলাদেশের উপর প্রায় ১৩ লক্ষ শরনার্থীর ছাপ কত কঠিন! রুহিঙ্গারা এরই মধ্যে আরো প্রায় ১ লক্ষ রুহিঙ্গার জন্ম দিয়েছে। এভাবে জন্মদান বাড়তে থাকলে রুহিঙ্গার সংখ্যা কত দাড়াতে পাওে তা আল্লাহই জানেন। আবার রুহিঙ্গারা বিরোধী রাজনৈতিক দলের হয়েও কাজ করার চেষ্টা করতে পারে। তবে বাংলাদেশ সব ধরনের কুটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে, যাহাতে রুহিঙ্গাদেরকে মিয়ানমার ফেরৎ পাঠানো যায়। বাংলাদেশের জনগনও আশা করে- যাহাতে অনতিবিলম্বে রুহিঙ্গারা তাদের দেশে ফেরৎ যাইতে পারে। কেননা রুহিঙ্গারা বেশিরভাগ মাদক ব্যবসা, চোরা কারবারী, অসৎ সামাজিক কাজে লিপ্ত থাকায় বাংলাদেশ সরকার তাদেরকে নিয়ে হিমশিস খাচ্ছে। রুহিঙ্গারা জঙ্গী গ্রুপের সাথে হাত মিলালে বলার কিছু থাকবেনা। বাংলাদেশের আইন শৃংখলার অবনতি ঘটাতে থাকবে। ইতিমধ্যে রুহিঙ্গা শিবির গুলিতে বেশ কয়েকটি হত্যাযজ্ঞ হয়েছে। আগুন লেগেছে। এতো বিশাল শরনার্থীদের থাকার ব্যবস্থা, দেখাশুনা, তাদের খাদ্যের জোগান দেয়া, পানির ব্যবস্থা করা, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিশাল ব্যাপার। বাংলাদেশের জনগন অবিলম্বে রুহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরৎ পাঠানোর জন্য আন্তর্জাতীক পরিমন্ডলের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ আশা করছে জাতিসংঘও শরনার্থীদেরকে মিয়ানমারে ফেরৎ পাঠাতে যথাযথ ভূমিকা গ্রহন করবে। পশ্চিমা বিশ^ ইউক্রেনের শরনার্থীদের বিষয়ে যেমন দরদ দেখাচ্ছে ঠিক তেমনি দরদ থাকতে হবে মিয়ানমারের ১৩ লক্ষ শরনার্থীর বিষয়েও। পৃথিবীর কোন দেশের নির্যাতনে কেহ শরনার্থী হোক এটা যেমন কেউ আশা করেনা তেমনি বাংলাদেশ সরকারও চায়- যাহাতে সহিংশতা বন্ধ হয়, যুদ্ধ বন্ধ হয়। মানবতা বিরোধী কাজ যেন না হয়- তাই বাংলাদেশ চায়।
– কলাম লিখক ও রাজনীতি বিশ্লেষক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here