মনোহরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ডিলার পলাতক

0
79
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : নরসিংদীর মনোহরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৬০ বস্তা চাল কালো বাজারে বিক্রি করে এক সপ্তাহ ধরে পলাতক রয়েছেন ডিলার। পলাতক ডিলারের নাম মতিউর রহমান মতিন। তিনি মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। তার স্ত্রী সখি আক্তার একই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য।
স্থানীয়রা জানান, গত রবিবার ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী সকাল ১১টার দিকে খিদিরপুর বাজারে মতিন ডিলারের স্টোর রুম থেকে উপকারভোগিরা চাল নিতে আসেন। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পর ডিলারের দেখা না পেয়ে তাঁর বাড়িতে খুঁজতে যান। পরে জানতে পারেন ডিলার মতিন খাদ্য গোদাম থেকে গত ৪ এপ্রিল চাল উত্তোলন করে স্টোরে না এনে কালো বাজারে বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে গেছেন।
খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল বলেন, ‘সে যাতে বিদেশে পালাতে না পারে সেজন্য প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরুজ মিয়া বলেন, গত ৪ এপ্রিল ডিলার মতিন খাদ্য গোদাম থেকে চাল উত্তোলন করেছেন। পরবর্তীতে তার সঙ্গে আমাদের কোন যোগাযোগ নেই।’
এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম বলেন, ‘বিষয়টি চেয়ারম্যান সাহেব আমাকে জানিয়েছেন। নীতিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here