ইমাম হাশেমী স্মরণে ইসলামী ফ্রন্টের ভার্চুয়াল স্মরণ সভা

0
149
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.) স্মরণে ভার্চুয়াল স্মরণ সভায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স.উ.ম আবদুস সামাদ বলেছেন, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশেমী (রহ.) এর দৃঢ় ভূমিকার কারণে মুক্তিযুদ্ধের সময় কয়েকটি আলিয়া মাদরাসায় রাজাকার ক্যাম্প প্রতিষ্ঠা করতে স্বাধীনতা বিরোধী শক্তি ব্যর্থ হয়েছিল। মুক্তিযুদ্ধকে জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিবাদ আখ্যা দিয়ে তিনি সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা দিয়েছেন এবং একজন সংগঠকের দায়িত্ব পালন করেছেন। আল্লামা হাশেমী দেশ-দশের অধিকার প্রতিষ্ঠায় যেমন অগ্রণী ছিলেন তেমনি একজন বহুমাত্রিক জ্ঞানীর অধিকারী হিসেবেও মাযহাব মিল্লাতের সেবায়ও সারাজীবন নিয়োজিত ছিলেন। ০৬ জুন রবিবার বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের আয়োজনে “ইমাম হাশেমী চেতনার বাতিঘর” শীর্ষক ভার্চুয়াল স্মরণ সভায় আলোচক হিসেবে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব স.উ.ম আবদুস সামাদ, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী বলেন, ইসলামী জ্ঞান-বিজ্ঞানের আধার ছিলেন আল্লামা হাশেমী। অর্জিত জ্ঞান, প্রজ্ঞা আর নিজের সহজ সরল জীবনবোধ দিয়ে তিনি পুরো ভারত মহাদেশের আলেম সমাজের কাছে শ্রদ্ধা ও আস্থার ঠিকানায় পরিণত হয়েছিলেন। জাতির এ ক্রান্তিলগ্নে এমন বরেণ্যজনের বিদায় নেয়া অপূরণীয় ক্ষতি। আলোচকরা ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমীর বর্নাঢ্য জীবনকর্মের উপর গুরুত্বপূর্ন আলোচনা করেন। উল্লেখ্য, গত ২ জুন সকাল ৫টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী ইন্তেকাল করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here