টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান

0
180
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান : গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আজ রোববার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি মিসেস ফরিদা আহসানের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ খাদিজা রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সহকারী কাউসার সরকার, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহজ¦ আমান উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকার, নোয়াগাঁও ক্রীড়া চক্রের সাধারণ সম্পদক যুবলীগ নেতা সোহেল রানা, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম,গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির বাপ্পি, কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অডিনেটর শেখ মো: ফয়সাল, ডা: হুমায়ুন কবির, সায়মা আক্তার, রিয়াজ আহমেদ, রনি মোল্লা, ইসরাত রোকেয়া মিতু, সানজিদা আক্তার তামান্না প্রমুখ।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল বলেন, দেশ যখন করোনা ভাইরাসের কারণে লকডাউনে সাধারণ মানুষ হোমকোয়ারেন্টেনে আছে। নিম্ন আয়ের মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। এমন সময় সাধারণ মানুষের রক্ত শূন্যতা দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে রক্তের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যগাত ঘটছে। ঠিক সেই মুহুর্তে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় টঙ্গী থানা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। এখান থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন ৩/৪শ’ ব্যাগ রক্ত সংগ্রহ করতে সক্ষম হবে। একদিনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ক্যাম্প করা সত্ত্বেও তা বৃদ্ধি করে দুই দিন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here