ঈদ আয়োজনে চ্যানেল আই: ১৩ নাটক, ১০ টেলিফিল্ম ও ৭ চলচ্চিত্র

0
211
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: উৎসব মানেই চ্যানেল আইয়ের বাহারি আয়োজন। এই আয়োজন দর্শকদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দেয় আরও বহুগুণ। চ্যানেল আইয়ের দর্শকদের আগ্রহের অন্যতম প্রধান দিক হচ্ছে নাটক, টেলিফিল্ম ও সিনেমা।
প্রতিবারের মতো এবারও ৭ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে জমজমাট ঈদ অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানগুলো নির্মাণ করেছেন বাংলাদেশের দর্শকদের কাছে অতি পরিচিত, সমাদৃত, নন্দিত সকল লেখক ও নির্মাতারা এবং এগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা। এ ঈদে কমেডি, প্রেম, বিরহ ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ভিন্ন ভিন্ন স্বাদের ১৩টি নাটক, ১০টি টেলিফিল্ম ও ৭টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে চ্যানেল আই। এগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত।
চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: ৭ দিনে ১৩ নাটক
এ ধারাবাহিকতায় ঈদের আগের দিন রাদ ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের নাটক ‘বাইশ গজের ভালোবাসা’। অভিনয়ে রওনক হাসান, জাভেদ ওমর ভেলিম গুল্লু প্রমুখ।
ঈদের দিন: রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘বামদিক থেকে চলুন’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। এ নাটকে অভিনয় করেছেন সজল, মিষ্টি প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘আবার যদি দেখা হয়’। কাজী শাহেদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয়, সারওয়াত আজাদ বৃষ্টি প্রমুখ।
ঈদের ২য় দিন: রাত ৭টা ৪০ মিনিটে দেখানো হবে নাটক ‘মমি’। রচনা: রাবেয়া খাতুন এবং পরিচালনায় আবুল হায়াত। এ নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, আবুল হায়াত প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘অবাক মেঘের বাড়ি’। মেহরাব জাহিদ রচিত নাটকটি পরিচালনা করেছেন রতন হাসান। অভিনয়ে অপূর্ব, সাফা কবির, এমিলা প্রমুখ।
ঈদের ৩য় দিন: ‘সংযোগ বিচ্ছিন্ন’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে মামনুন হাসান ইমন, মুমতাহীনা টয়া প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। ঐদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘লোলিটা’। রচনা: মাকসুমুল আরেফিন এবং পরিচালনায় অরুণ চৌধুরী। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, তারিক আনাম খান প্রমুখ।
ঈদের ৪র্থ দিন: নাটক ‘পাপের কাঁটা’ প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা: রাজীব আহমেদ। বিশ্বজিৎ দত্তের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মেহজাবীন, জনি প্রমুখ। ‘মায়েরা পাখির মত হয়’ নাটকটি প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। রচনা: দয়াল সাহা এবং পরিচালনায় সরদার রোকন। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, সজল, শিখা মৌ প্রমুখ।
ঈদের ৫ম দিন: নাটক ‘শুভ্রা তোমার জন্য’ দেখানো হবে রাত ৭টা ৪৫ মিনিটে। জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন জোভান, প্রভা, লিটন প্রমুখ। মাতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় নাটক ‘বেগুনী পাঞ্জাবী’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। অভিনয়ে শ্যামল মাওলা, সারাওয়াত বৃষ্টি প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন: নাটক ‘মাই নেম ইজ জনি’। রচনা ও পরিচালনায় হিমু আকরাম। অভিনয়ে মারজুক রাসেল, তাসফিয়া, শহীদুন্নবী, শারমিন আঁখি, সিদ্দিক, মাসুদ রানা প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। ‘পরীর সাথে বিয়ে’ নাটকটি দেখানো হবে রাত ৯টা ৩৫ মিনিটে। মেজবাহউদ্দিন সুমনের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে ইয়াশ রোহান, মীম মানতাশা প্রমুখ।
চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: ৭ দিনে ১০ টেলিফিল্ম
এ ঈদে চ্যানেল আই দেখাবে ১০টি টেলিফিল্ম। এগুলো প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত।
ঈদের ২য় দিন বিকেল আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম ‘তাহার সহিত বসবাস’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।
ফারিয়া হোসেনের রচনায় টেলিফিল্ম ‘তোমারি প্রেমে প্রতিদিন’ প্রচার হবে ঈদের ৩য় দিন বিকেল আড়াইটায়। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী প্রমুখ।
‘স্পট রাইটার’ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন দম্পতি মোশাররফ করিম, জুঁই করিম, নাবিলা প্রমুখ। আকাশ রঞ্জনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শামীম জামান। প্রচার হবে ঈদের ৩য় দিন বিকেল সাড়ে চারটায়।
মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘বুকভরা ভালোবাসা‘তে অভিনয় করেছেন তৌসিফ, শবনম ফারিয়া, মুকিত জাকারিয়া প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন দুপুর আড়াইটায়।
টেলিফিল্ম ‘নটি ফর্টি’। রচনায় ড. মইনুল খান ও পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে তৌকির আহমেদ, তানিয়া আহমেদ, রওনক হাসান, অহনা, ফারুক আহমেদ, রোজি সিদ্দিকি প্রমুখ। দেখানো হবে ঈদের ৪র্থ দিন বিকাল সাড়ে চারটায়।
সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘পক্ষ-বিপক্ষ’ টেলিফিল্মটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ এবং পরিচালনা করেছেন আরিফ খান। এ টেলিফিল্মে আরো অভিনয় করেছেন, মাহফুজ আহমেদ, নীলাঞ্জনা নীলা, ইরফান সাজ্জাদ প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে।
টেলিফিল্ম ‘সেদিনও বিকেল ছিল’। পান্থ শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন খন্দকার আলমগীর। অভিনয়ে আফজাল হোসেন, সুমাইয়া শিমু, সেতু, মুনিয়া প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন বিকাল সাড়ে ৪টায়।
আবু হায়াত মাহমুদ রচনা ও পরিচালনা করেছেন টেলিফিল্ম ‘হাসির পাত্র’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, কচি খন্দকার, ফারুক আহমেদ, ডলি জহুর, তারিক স্বপন প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর আড়াইটায়।
টেলিফিল্ম ‘ভোরের ট্রেন’। রচনায় মাসুম শাহরিয়ার এবং পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। অভিনয়ে সূবর্ণা মোস্তফা, আাঁখি প্রমুখ। প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর সাড়ে চারটায়।
টেলিফিল্ম ‘চুল তার কবেকার’ রচনা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে মিশু সাব্বির, সারিকা, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখ। দেখানো হবে ঈদের ৭ম দিন রাত পৌনে আটটায়।
ঈদে চ্যানেল আইয়ে বড় পর্দার আমেজ, ৭ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার
ঈদ অনুষ্ঠানে নাটক, টেলিফিল্ম ও বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি ছোট পর্দায়ও বড় আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র। আসছে ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় ঈদের ছয়দিন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে সাতটি চলচ্চিত্রের।
ছবিগুলো দেখানো হবে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত। ঈদের দিন দেখানো হবে ২টি সিনেমা। গীতালি হাসানের কাহিনি নিয়ে নির্মিত ‘আলোয় ভ‚বন ভরা’ ছবিটি পরিচালনা করেছেন আমীরুল ইসলাম। এতে অভিনয় করেছেন সাইফ খান, মিষ্টি মারিয়া, আবদুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, মুকুল সিরাজ, কাঞ্চন প্রমুখ। দেখানো হবে ঈদের দিন সকাল সাড়ে ১১টায়।
‘রাত্রির যাত্রী’ সিনেমাটি দেখানো হবে ঈদের দিন বিকেল আড়াইটায়। হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, সালাহউদ্দিন লাভলু, এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস প্রমুখ।
‘জান্নাত’ চলচ্চিত্র পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। এ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, সাইমন, মিশা সওদাগর প্রমুখ। স¤প্রচারিত হবে ঈদের ২য় দিন সকাল সোয়া দশটায়।
শহীদুল আলম সাচ্চু পরিচালনা করেছেন চলচ্চিত্র ‘ভালোবাসার উত্তাপ’। অভিনয়ে অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা, ফারজানা চুমকি, ইমন, মিষ্টি মারিয়া, মুকুল সিরাজ, কাজী রাজু প্রমুখ। প্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল সোয়া দশটায়।
‘স্বামী হারা সুন্দরী’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাদের খান। এতে অভিনয় করেছেন ফেরদৌস, পপি, অমিত হাসান প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন সকাল সোয়া দশটায়।
গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘নামতা’ সিনেমাটিতে অভিনয় করেছেন বিথী রানী সরকার, নাফিজা চৌধুরী, মোমেনা চৌধুরী, মম আলী, কাজী রাজু প্রমুখ। দেখানো হবে ঈদের ৫ম দিন সকাল সোয়া দশটায়।
ঈদের ৬ষ্ঠ দিন সকাল সোয়া দশটায় মিনিটে দেখানো হবে সাফি উদ্দিন সাফির পরিচালনায় ‘বø্যাক মানি’ এ ছবিতে অভিনয় করেছেন কেয়া, সায়মন, মৌসুমী হামিদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here