করোনাকালে চট্টগ্রামে ঘরভাড়া মওকুফের দাবি—মুহাম্মদ আবুল কাশেম নূরী

0
192
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে ঘর থেকে বাইরে যাচ্ছে না মানুষ। হঠাৎ আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের দূর্ভোগ নেমে আসছে। এছাড়া বেসরকারি চাকুরিজীবীরাও আছেন মাস শেষে ঘর ভাড়া দেওয়ার ভয়ে। আমাদের চট্টগ্রাম নগরীতে বসবাসরতদের মধ্যে ৮৫ থেকে ৯০ শতাংশই ভাড়াটিয়া। জীবিকার তাগিদে থাকতে হয় ভাড়া বাসায়, থাকেন শিক্ষার্থীরাও। এমনিতেই বছর শেষে দিতে হয় বাড়তি ভাড়া। তার ওপর বর্তমান পরিস্থিতিতে কর্মক্ষেত্রে যেতে না পারা, শিক্ষার্থীদের টিউশনি, কোচিং ক্লাস বন্ধ থাকায় আয়ের উৎস থেমে গেছে। এ অবস্থায় চট্টগ্রাম সহ পুরো দেশে ঘরভাড়া মওকুফের দাবি জানান তিনি। কক্সবাজার, ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় কয়েকজন বাড়ির মালিক এক বা দুই মাস বাসা ভাড়া না নেওয়ার ঘোষণা দেওয়ায় ধন্যবাদ জানিয়ে আল্লামা নূরী বলেন, করোনার কারণে গোটা দেশ একধরনের অবরুদ্ধ। বেসরকারি বিমান সংস্থাগুলো কর্মীদের বিনা বেতনে ছুটি দিয়েছে। দোকানপাট, শপিং মল বন্ধ হয়ে গেছে, সেখানে যারা চাকরি করেন তারা বেতন পাওয়ার আশা কম। যারা দিনমজুরি করেন তাদের কাজ বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় যাদের হুট করে চাকরি চলে গেল, বেতন বন্ধ হয়ে গেল তারা এই দুঃসময়ে বাড়ি ভাড়া কোথা থেকে দেবেন? করোনার কারণে ভাড়াাটিয়াদের কাছ থেকে চলতি মার্চ মাস সম্ভব হলে এপ্রিল মাসেরও ভাড়া না নেওয়ার জন্য বাড়ীর মালিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়ে সরকারের প্রতি এব্যাপারে সুনজর কামনা করেন তিনি। আল্লামা নূরী বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রামসহ সারাদেশের ভাড়াটিয়াদের বাসাভাড়া, দোকানভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিলসহ সব ধরনের ইউটিলিটি বিল মওকুফের দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here