করোনাভাইরাসে নতুন আক্রান্তদের বেশিরভাগই যুবক

0
122
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু : আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) থেকে করোনা নিয়ে অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
করোনাভাইরাসে দেশে নতুন করে ৪১ জন শনাক্ত হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগই যুবক।
তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। শনাক্ত ৪১ জনের মধ্যে ঢাকার ২০ জন ও নারায়ণগঞ্জের ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন।
সেব্রিনা ফ্লোরা জানান, নতুন আক্রান্তের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে দশ বছর বয়সের নিচে রয়েছে একজন। ১১ থেকে ২০ বছরের মধ্যে চারজন।
১০ জন রয়েছে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫ জন। ৯ জন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন। ষাটোর্ধ্ব রয়েছেন পাঁচজন।
আইইডিসিআরের পরিচালক সেব্রিনা ফ্লোরা আরও যোগ করেন, আক্রান্ত ৪১ জনের মধ্যে ২০ জনই ঢাকা মহানগরীর, ১৫ জন নারায়ণগঞ্জের, একজন কেরানীগঞ্জের, একজন কুমিল্লার ও একজন চট্টগ্রামের।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, গেল ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। ৬৩৮ জন হোম কোয়ারেন্টিনে আছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here