‘করোনায় আক্রান্ত সেনাসদস্যের ছবিটি বাংলাদেশ সেনাবাহিনীর নয়’

0
202
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত একজন সেনাসদস্যের ছবি বাংলাদেশের বলে দাবি করে ছড়িয়ে দেয়ার পর ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। উক্ত ছবির ক্যাপশনে লেখা আছে ‘সেনাবাহিনীর একজন সেনাসদস্য বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের সেবা করতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছেন।’ ছবিতে দেখানো আক্রান্ত সেই সেনাসদস্যকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে বুঝানো হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ক্যাপশনে লেখা রয়েছে, সেই সেনাসদস্য নিজের মেয়েকে একটু আদরের জন্য আর্তনাদ করছেন!
ছবির ক্যাপশনে আরো লেখা রয়েছে, ‘নিজের করোনাভাইরাস হয়েছে জেনে একমাত্র আদরের মেয়েকে একটু আদর ভালোবাসা দিতে মেয়েকে পলিথিন দিয়ে আটকিয়ে নিয়ে একটু আদর করছেন বাবা। এ ধরনের ঘটনা আসলেই হৃদয় বিদারক। যা দেখলে সহ্য করা যায় না। আল্লাহ সকলকে হেফাজত করুন।’
পোস্টটি এমনভাবে করা হয়েছে যার মাধ্যমে অনেকে বিভ্রান্ত হয়ে মনে করছেন, এটি হয়তো বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেনাসদস্যের ছবি। এবং সেই মোতাবেক ছবিটির নিচে এমন কমেন্টসও আসছে। কিন্তু ছবিটি মূলত করোনায় আক্রান্ত মালয়েশিয়ান সেনাবাহিনীর এক সদস্যের ছবি। মালয়েশিয়ান গণমাধ্যম সাউরা ডটকমের মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। অতএব গুজবে কান দিবেন না। সচেতন হোন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here