বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬ লাখ ৯ হাজার ২৭১

0
174
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে ১ লাখ ৮২ হাজার ১৫৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৯ হাজার ২৭১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ১৪ হাজার ২০২ জন।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এই ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ লাখ ২৯ হাজার ৩৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ১৪৯ জনের। সুস্থ হয়েছেন ৮৩ হাজার ৪২০ জন।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। এছাড়া ইউরোপ মহাদেশে শীর্ষে রয়েছে এ দেশটি। সেখানে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৮৫ জনের। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৮৭ হাজার ৩২৭ জন। তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ৭১৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮ হাজার ৩৮৯ জন।২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৮৮ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here