করোনা রোগীর জন্য হাসপাতাল ছেড়ে দিতে চান আবদুস সাত্তার

0
147
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসা সেবায় নিজের ‘কলম্বিয়া হাসপাতাল’ ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আবদুস সাত্তার।
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন সোয়া এক লাখেরও বেশি মানুষ। এছাড়া এরইমধ্যে আক্রান্ত হয়েছেন ২০ লাখেরও বেশি। বাংলাদেশেও ব্যাপক আকারে ছড়িয়েছে এ ভাইরাস।
এরইমধ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা অর্ধশত। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। উচ্চ ঝুঁকিতে আছে ফেনীও। দেশের এমন ক্রান্তিকালে নিজের হাসপাতাল দিয়ে সরকারের পাশে দাঁড়াতে চান ফেনীর এ সমাজসেবক।
ফেনী শহরে শহীদ শহীদুল্লাহ সড়কে নকশী প্রপার্টিজের পঞ্চম ও ষষ্ঠ তলায় অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করছেন তিনি। যার আয়তন ৪৪ হাজার বর্গফুট। এর মধ্যে পঞ্চম তলায় ৩০টি বেড সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। ২০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) কাঠামোও তৈরি করা হয়েছে।
ফেনীতে ডায়াবেটিস হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, ফেনী ইউনিভার্সিটিসহ অনেক প্রতিষ্ঠানেরই প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার।
আবদুস সাত্তার বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে সরকারের একার পক্ষে এটি মোকাবিলা করা সম্ভব নয়। এইজন্য সবাইকে সচেতন হতে হবে। সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসতে হবে।’
এদিকে বুধবার (১৫ এপ্রিল) সকালে ফেনী জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল হাসপাতালটি পরিদর্শন করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here