কলাপাড়ায় নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

0
163
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ায় বছরের প্রথমদিন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে মঙ্গলসুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে নতুন বই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও মোঃ মুনিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহীনা পারভীন সিমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন খলিফা, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম আশের্^দ। এছাড়া খেপুপাড়া মডেল সরকারি মাধ্যমিক ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং খেপুপাড়া নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিসসুত্রে জানা গেছে, কলাপাড়ায় ইবতেদায়ী, সংযুক্তসহ মোট ২১৭টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই দেয়া হচ্ছে। যেখানে কিন্ডারগার্টেন রয়েছে ১৮টি। এছাড়া ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৭টি মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন বই দেয়া হচ্ছে বলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান জানিয়েছেন। তবে শিক্ষার্থী সংখ্যা প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৫ হাজার ২৪৫ জন জানা গেছে। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা জানাতে পারেন নি কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here