কলাপাড়ায় রিয়াজ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

0
164
728×90 Banner

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ার লালুয়া ইউনিয়নে জেলে রিয়াজ গাজীকে (৩৮) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও দুই শতাধিক এলাকাবাসী। রোববার সকাল ১১টায় লালুয়ার বানাতিবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের স্ত্রী নাজমা বেগম বলেন, তার স্বামী রিয়াজ গাজীকে কাওসার পরিকল্পিতভাবে সাগরে নিয়ে হত্যা করেছে। তার স্বামী জেলে মান্নান সরদার হত্যা মামলার এক নম্বর সাক্ষী। এ মামলার আসামী সালাম ও আক্কাস হাওলাদার কাওসারের আত্মীয়। এ মামলা থেকে তাদের রক্ষা করতে কাওসার পরিকল্পিতভাবে সাগরে নিয়ে রিয়াজকে হত্যা করে লাশ ফেলে দিয়ে নিখোঁজ নাটক সাজিয়েছে। মানবন্ধনে রিয়াজের মা আইফুল বিবি, ভাই আনোয়ার গাজী, সন্তান মারিয়া (৮) ও রমিস গাজী ছাড়া এলাকাবাসী শান্তি ফকির বক্তব্য রাখেন। তারা রিয়াজ গাজী হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সাগরে মাছ ধরতে যায় রিয়াজ গাজী। ৬ জানুয়ারি বঙ্গোপসাগরের লাল বয়া হাইডের কাছাকাছি ট্রলার থেকে সে নিখোঁজ হয়। ঘটনার তিনদিন পর ৯ জানুয়ারি সাগরে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে জেলেরা। এ ঘটনায় ওইদিনই কলাপাড়ার মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে (যার নং ১/১৯)।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here