কাপাসিয়ার কাজল মোল্লার অবৈধ সম্পদ ও নিরীহ মানুষদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
252
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন : কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দড়িমেরুন গ্রামের আঃ রহিম ওরফে কাজল মোল্লার আয় বর্হিভূত অর্জিত সম্পদ ও এলাকার নিরীহ মানুষদের হয়রানির প্রতিবাদে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছেন এলাকার ভূক্তভোগি মিনারা বেগম ও ছফুর উদ্দিন। মঙ্গলবার ১২ নভেম্বর দুপুরে দৈনিক নওরোজ পত্রিকার গাজীপুর জেলা অফিসে এ বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, কাজল মোল্লার আপন ভাবী মিনারা বেগম। বক্তব্যে তিনি জানান, মিনারার নিকট থেকে ৩ লাখ টাকা নিয়ে আত্মসাত করেন কাজল মোল্লা। টাকা চাইলে মারপিট ছাড়াও বিভিন্ন অন্যায় অত্যাচারসহ প্রাণনাষের হুমকি দমকি অব্যাহত রয়েছে কাজল মোল্লার বিরুদ্ধে। দড়িমেরুন গ্রামের মৃত ওয়ারেস আলী মোল্লার পুত্র কাজল মোল্লা ফেনীর বেগমগঞ্জ উপজেলার সেটেলম্যান্ট অফিসে সরকারি চাকরি করেন। দীর্ঘদিন সরকারি চাকরি করে অবৈধ সম্পদের মালিক হয়ে বর্তমানে নিজ এলাকায় মোড়ল সেজে সালিশ দরবার করে যাচ্ছেন। সম্প্রতি সময়ে অফিস ফাঁকি দিয়ে কিংবা কৌশলে ছুটির দরখাস্ত দিয়ে বসকে ম্যানেস করে নিজ এলাকায় সালিশের নামে একটি বাহিনী গঠন করেন। তিনি টাকার বিনিময়ে চুক্তিভিত্তিক সালিশ করেন। তার চাহিদা মতো টাকা না দিলে তার বাহিনী দিয়ে নানাভাবে মানুষকে হয়রানি করেন। তিনি আরো জানান, বর্তমানে অবৈধ ভাবে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন কাজল মোল্লা। সে গাজীপুর চৌরাস্তা টেলিপাড়ায় ৪ কাঠার দু’টি প্লট ৪৫ লাখ টাকায় ক্রয় করেন। নিজ এলাকার আব্দুল মান্নানের ২ বিঘা জমি ৪ লাখ টাকায় বন্ধক নেন। পাশের বাড়ির নইমুদ্দিন মোল্লার নিকট থেকে ২ কাঠা ২ লাখ টাকায় ক্রয় করেন। নিজ ভাগিনাকে জাপান পাঠান ২০ লাখ টাকায়, যা বর্তমানে দেশ ফেরত। নিজ গ্রামের বাড়িতে ৬০ লাখ টাকা ফাউন্ডেশন দিয়ে পাকা বাড়ি নির্মাণ। নিজের ও ভাগিনার দুটি মোটর সাইকেল প্রায় ৬ লাখ টাকায় ক্রয় করেন। তাছাড়াও বিভিন্ন স্থানে নামে বেনামে সম্পদ করেছেন কাজল মোল্লা। তাছাড়া কাজল মোল্লা টাকার গরমে অসামাজিক কার্যকলাপ করেন বলেও লিখিত বক্তব্যে জানান। এ ব্যাপারে প্রতিবাদ করলে বিভিন্ন সময়ে হুমকি দমকি এবং মারিয়া ফেলার কথা বলেন। কাজল মোল্লা দাপট দেখান টাকার। সে বলে বেড়ায় ‘আমি দুনিয়াতে কাউকে ভয় পাইনা, ভুমি মন্ত্রী, সচিব, থানা পুলিশ আমার পকেটে থাকে’। ইত্যাদি বলিয়া আমাদেরকে প্রায় সময় ভয় ভিতি ও হুমকি দিয়ে দমিয়ে রাখে। সংবাদ সম্মেলনে উপস্থিত ওই এলাকার ভুক্তভোগী ছফুর উদ্দিন জানান, কাজল মোল্লার সন্ত্রাসী বাহিনীর সদস্য আইয়ুব, জোসনারা ছফুর উদ্দিনের দু’বোন তাসলিমা ও খাদিজার হাত কাটিয়া নেয়। আবার কাজল মোল্লাই সালিশে জিতিয়ে দেয়ার কথা বলে ১০ হাজার টাকা নিয়ে তালবাহানা করেছেন। সালিশ বসলেও সঠিক মিমাংসা করেননি। এ বিষয়ে কাপাসিয়া থানায় জিডি নাম্বর- ৪৭২, তারিখ- ১০/০৮/১৯ ইং। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে মিনারা বেগম ও ছফুরউদ্দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আইনগত সুবিচার প্রার্থনা করছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here