কামরাঙ্গীরচরে ৩ হাজার ৩৫০ জনের মাঝে এমপি.কামরুল ইসলামের ত্রান বিতরণ

0
294
728×90 Banner

এস. এম. মনির হোসেন জীবন : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় গরিব, অসহায়-দরিদ্র-মেহনতি খেটে খাওয়া মানুষ গৃহবন্ধী হয়ে পড়ায় তিন হাজার ৩৫০টি দু:স্থ পরিবারের মাঝে ১০কেজি চাউল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে ঢাকা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কামরুল ইসলাম এর পক্ষে ডিএসসিসি ৫৬ নম্বর ওয়ার্ডের পাঁচটি স্থানে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাড.কামরুল ইসলাম এম.পি’র ব্যাক্তিগত সহকারী মোঃ ইকবাল হোসেন আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিএসসিসি ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন জানান, আজ রোববার সকাল ১০টার দিকে স্থানীয় বড়গ্রাম ব্যাটারীঘাট পঞ্চায়েত ৮৫০টি পরিবার, মধ্য রসূলপুর পঞ্চায়েত ৬০০টি পরিবার, রনী মার্কেট কাচাঁবাজার ব্যবসায়ী সমিতি ৫০০টি পরিবার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সিরাজ তালুকদার এর নেতৃত্বে ১০০০টি পরিবার, ইউনিট আওয়ামীলীগ নেতা জাবেদ নেতৃত্বে ৪০০টি পরিবারের মাঝে ১০কেজি চাউল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রি বিতরণ করা হয় ।
ত্রান বিতরণকালে কামরাঙ্গীরচর থানা আওয়ামীগীগের সভাপতি আবুল হোসেন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এমন দুর্যোগপূর্ণ সময়ে জনপ্রতিনিধি সহ সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
বিভিন্ন ধরনের ত্রান সামগ্রি বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসি ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, কামরাঙ্গীরচর থানা আওয়ামীগীগের সভাপতি আবুল হোসেন সরকার ও ঢাকা-২ আসনের এম.পি’র ব্যাক্তিগত সহকারী মোঃ ইকবাল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সিরাজ তালুকদার , ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর ব্যক্তিগত সহকারী ইয়াসিন আহম্মেদ মাহিন সহ দলীয় নেতাকর্মীরা এসময় সাথে ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here