শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও সাধারণ ছুটির আওতাভুক্ত: শিক্ষামন্ত্রী

0
197
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসের জন্য সৃষ্ট পরিস্থিতিতে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের এসব ছুটিও সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এদিকে হিসাব অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি গণনা করা হবে।
করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোববার গণমাধ্যমকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ১৪ এপ্রিল পর্যন্ত। তবে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
এর আগে সাধারণ ছুটি ২৬ মার্চ হতে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি ১৮-৩১ মার্চ এবং পরে ৯ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোজার ছুটির সঙ্গে এই ছুটি মিলিয়ে ঈদের পর সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করছে সরকার।
কারণ হিসেবে বলা হচ্ছে, রমজানের আগে আবাসিক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে যায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here