গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১৮ পদে আওয়ামীলীগের বিজয়

0
241
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০১৯-২০২০) ২২ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতিসহ ১৮ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক সহ ৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো: আসলাম হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত আলহাজ্ব মো: খালেদ হোসেন-জাকির উদ্দিন আহাম্মদ পরিষদ থেকে সভাপতি আলহাজ¦ মো: খালেদ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব এস এম রমিজ উদ্দিন ও এ কে এম শারফুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ হারুন অর রশিদ পাভেল, কোষাধ্যক্ষ মুহাম্মদ মোরশেদ আলম, লাইব্রেরি সম্পাদক এস এম খালেদ মাহমুদ রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা শিউলি সুলতানা, সদস্য পদে মো: আক্তারুজ্জামান, মোহাম্মদ আমীর হোসেন, আলমগীর, মো: এনামুল হক, গোপাল সূত্রধর, প্রশান্ত চন্দ্র সরকার, মো: মিঠুন আহমেদ, রাজীব আহমেদ রাসেল, রফিকুল ইসলাম ভূঁইয়া, মো: সাজ্জাদুল কবির সুমন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মো: সিদ্দিকুর রহমান-মো: মনজুর মোর্শেদ প্রিন্স পরিষদের নীল প্যানেলের সাধারণ সম্পাদক মো: মনজুর মোর্শেদ প্রিন্স, অডিটর মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী খসরু, ক্রিড়া সম্পাদক মুহাম্মদ মাহফুজুল আলম হীরা এবং সদস্য পদে এস এম রাশেদ সানু বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডাভোকেট মো: আসলাম হোসেন সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে ১ হাজার ৭৮৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬০৯ জন ভোট দিয়েছেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here