গাবতলীর কাগইলে দরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে খাদ্য শস্য বিতরন

0
87
728×90 Banner

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বুধবার (১০ই নভেম্বর ২১) বগুড়া গাবতলীর কাগইল বাজারে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য (প্রতিকেজী ১০টাকা মূল্যে) চাল বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খাদ্যশস্য বিতরনে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহাদৎ হোসেন, ডিলার আবু জাহার গাফারী, ব্যবসায়ী আব্দুল বারী, রাকিবুল হাসান, সাইফুল ইসলাম, দুলাল মিয়া, তোফাজ্জল হোসেন, আফরুজা বেগম, আছালত জ্জামান, আনিছার রহমান, সাহাবুদ্দিন প্রমূখ। উল্লেখ্য, কাগইল বাজারে ডিলার আবু জাহার গাফফারী নিকট থেকে মোট ৫৩০জন ভোক্তা ১০টাকা প্রতি কেজী দরে জনপ্রতি ৩০কেজী করে চাল (খাদ্যশস্য) সংগ্রহ করতে পারবেন।
‘তারেক জিয়া গোল্ডকাপ টুর্নামেন্ট’ উদ্বোধন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলী উপজেলা ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার (১১নভেম্বর২১) সোনারায়ের পীরগাছা হাইস্কুল মাঠে ‘তারেক জিয়া গোল্ডকাপ টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয়। আনুষ্টানিক ভাবে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ক্রিকেট খেলা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। গাবতলী উপজেলা ছাত্রদলের নব-নির্বাচিত সভাপতি এমআর হাসান পলাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, নজরুল ইসলাম টুকু, মতিয়ার রহমান মতি, মোমিনুল হাসান মমিন, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, মুঞ্জুর মোরশেদ, জুলফিকার হায়দার গামা, অধ্যাপক মফিদুল ইসলাম, বিএনপি নেতা আতিকুর রহমান পিন্টু, আবু আছাদ, মকবুল হোসেন, জোবাইদুর রহমান গামা, আলী আকাবর একাব, আবু তালেব শাহীন, মনিরুজ্জামান ফারুক, মিজানুর রহমান হিলু, জসিউর রহমান সোহেল, আব্দুল কুদ্দুস, একেএম পান্না, সাজেদুর রহমান সুজন, জয়নাল আবেদীন, নুর আলম, শীষ, মিনহাজুল, সিরাজুল, দিপু, রশিদ, মোফাজ্জল, রাজা, সাইম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহীন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, পৌর যুবদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন, যুগ্ম আহবায়ক সোহেল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, যুবদল নেতা শফিক শাহীন, মোনা, স্বপন, খোরশেদ, শাহ সুলতান, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারন সম্পাদক রাহাত রহমান তাসকিন, ছাত্রদল নেতা দুলাল মিয়া, মোস্তাফিজার রহমান মোস্তা, নাজমুল হাসান ডিটল, তৌমিরুল ইসলাম তৌকির, ইমরান হোসেন মাছুম, মেহেদী হাসান শুভ, ডিউ তালুকদার, রাশেদুল ইসলাম রাশেদ, রিপন, রকি, রাকিব, স্বপন’ সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ। উদ্বোধনী খেলায় প্রথম পর্বে কাগইল ইউনিয়ন ছাত্রদল বনাম রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদল এবং দ্বিতীয়পর্বে সোনারায় ইউনিয়ন ছাত্রদল বনাম দক্ষিনপাড়া ইউনিয়ন ছাত্রদল অংশ নেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here