গুজবে কান দিবেন না, সন্দেহ হলে আইনের হাতে তুলে দিন…..শাহরাস্তি থানার ওসি

0
264
728×90 Banner

দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি: শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, পদ্মা সেতুতে শিশুর কাটা মাথা লাগবে, এমন ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির মাধ্যমে সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতনের মত ঘটনা করে একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এরকম অস্থিতিশীল পরিবেশ যেনো চাঁদপুরের শাহরাস্তিতে না ঘটে, সে লক্ষে শাহরাস্তি পুলিশের পক্ষ হতে বিভিন্ন প্রচারণামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনারা কেউ এমন গুজবে কান দিবেন না এবং সবাইকে এবিষয়ে সচেতন করবেন। গতকাল বুধবার বিকাল ৫.৩০ মিনিটে থানার গোল ঘরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসমস্ত কথা বলেন।
এসময় প্রত্যেক চেয়ারম্যানদেরকে তাদের নিজ নিজ ইউনিয়নের পাড়া-মহল্লায় মাইকিংয়ের মধ্যদিয়ে জনগণকে সচেতন করার জন্য অনুরোধ জানান। এছাড়া সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, আপনাদের যার যার এলাকায়, পাড়া বা মহল্লায় অপরিচিত ব্যক্তিকে নিয়ে সন্দেহের সৃষ্টি হলে আগে তার সঙ্গে কথা বলবেন এবং তার পরিচয় সম্পর্কে শতভাগ নিশ্চিত হবেন, তারপর কোথাও কোনো সমস্যা মনে হলে পুলিশকে সংবাদ দিয়ে সহযোগিতা করবেন। অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here