চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তাদের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষণ প্রদান

0
182
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : চট্টগ্রামের কাস্টমস এক্সাইস ও ভ্যাট ট্রেনিং একাডেমীতে সহকারী রাজস্ব কর্মকর্তাদের তিন মাসব্যাপী বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে ৬ নভেম্বর সকাল ৯টা থেকে ১২:১৫ মিনিট পর্যন্ত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত করে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে- ভাষা আমাদের বাংলা, জাতিতে আমরা বাঙালি, ধর্মে আমরা নিরপেক্ষ। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল-এ দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতী তথা শ্রমজীবী মেহনতি মানুষের উন্নতি। তাদের ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানের গ্যারান্টিসহ বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করা। শান্তি, স্বস্তি, শৃঙ্খলা ও জান-মালের নিরাপত্তার ব্যবস্থা তথা আইনের শাসন প্রতিষ্ঠা করা। সকল নাগরিকের জন্যে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। প্রশিক্ষণ কর্মশালায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১০৩জন সহকারী রাজস্ব কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালা শেষে বাংলাদেশ কাস্টমস এক্সাইস ও ভ্যাট ট্রেনিং একাডেমীর মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম এর সাথে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি এক মতবিনিময় সভা করেন। এসময় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নির্বাহী সদস্য মোঃ দুলাল মিয়া, সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও একাডেমীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here