‘জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত রেলের ডাবল লাইন হবে’

0
442
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, আগামী জুন মাসের মধ্যে গাজীপুরের জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত রেলের ডাবল লাইন হবে। জয়দেবপুর থেকে ঈশ^রদী পর্যন্ত ডাবল লাইন, জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। প্রকল্পগুলো ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু ব্রিজ, এখন যে রেলব্রিজ ও সড়ক ব্রিজ আছে তার ৩০০ গজ উজানে ডাবল লাইনের (ডুয়েল গেজ) শুধু রেল ব্রিজ হবে। ফলে পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগের জন্যে আমূল পরিবর্তন হবে। আশা করছি এ ব্যবস্থাগুলো আগামী জানুয়ারি মাসের মধ্যে এ ব্রিজটির কাজ শুরু করতে পারব। সম্প্রতি বিডি ক্লিন গাজীপুরের উপদেষ্টা আমিনুল ইসলাম তিতাশের সভাপতিত্বে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভায় রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান, রেলওয়ের আঞ্চলিক ব্যবস্থাপক নাসির উদ্দিন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সালাউদ্দিন, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে মন্ত্রী বিডি ক্লিন কর্তিক আয়োজিত ৯০ দিনের পরিছন্নতা ক্যাম্পেইনের উদ্বোধন করেন এবং পরিচ্ছনা কার্যক্রমে অংশ নেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here