ঝিনাইগাতীতে ৩ শতাধিক শিক্ষার্থীর সমাপনি পরীক্ষা অনিশ্চিত

0
187
728×90 Banner

শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষার্থীর সমাপনি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।এসব শিক্ষার্থীর অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।অভিযোগে প্রকাশ, ঝিনাইগাতী উপজেলা শিক্ষা অফিস এসব শিক্ষার্থীর ডিআর জমা নিচ্ছে না।প্রায় প্রতিদিন ওইসব প্রতিষ্ঠানের শিক্ষকরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ধর্ণা দিয়েও তাদের প্রতিষ্ঠানের সমাপনি পরীক্ষার্থীদের তালিকা (ডিআর) জমা দিতে পাছেন না। এ ব্যাপারে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহরিয়ার মিয়া জানান,প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করে দেখা যাক কি করা যায়।ভুক্তভোগী শিক্ষকরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ সাহরিয়ার মিয়া করোনা মহামারির মধ্যেই বিদ্যালয় পরিদর্শন করার সময় বিভিন্নভাবে বন্ধ প্রতিষ্ঠানে ছবি তুলে নেন এবং উপস্থিত শিক্ষকদের বলেন,প্রতি প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক একা আমার সাথে দেখা করবেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোফাখখাইরুল ইসলাম মিজান বলেন,সহকারী শিক্ষা অফিসারদের সরেজমিন পরিদর্শন করার দায়িত্ব দেয়া হয়েছে।রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here