টঙ্গীতে স্যাটার্ন টেক্সটাইলে শ্রমিক ছাঁটায়ের অভিযোগ

0
498
728×90 Banner

হাসান মামুন: টঙ্গীর এরশাদ নগর এলাকার স্যাটার্ন টেক্সটাইল নামক একটি পোশাক কারখানায় প্রায় পাঁচ শতাদিক শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। ওই কারখানার শ্রমিকরা অভিযোগ করে বলেন কারখানা বন্ধ থাকার পরও আজ তাদের বেতন দেওয়ার কথা বলে ডেকে আনা হয়। করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে মার্চ মাসের বেতন দিয়ে জোর পূর্বক শ্রমিকদের চাকুরি হতে অব্যহতি ফরমে স্বাক্ষর দিতে বাধ্য করা হয়েছে। তারা আরো অভিযোগ করেন যাদের চাকুরির বয়স ৬ মাসের কম তাদের সবাইকে চাকুরীচুত্য করা হয়েছে। ওই কারখানায় প্রায় ১৭শ’ শ্রমিক রয়েছে। তাদের প্রায় অর্ধেক শ্রমিকের চাকুরির বয়স ৬ মাসেরও কম। এই ঘটনায় মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অস্বীকৃতি জানায়। বেতন দেওয়ার পর আগামী ১৯ শে মে ২০২০ প্রর্যন্ত (৪৫দিন) ছুটি ঘোষণা করা হয়েছে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকটকালীন সময়ে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য ৫ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনার প্যাকেজ ঘোষণা করেছেন। এই দুর্যোগের সময়ে চাকরি হারিয়ে গামেন্টস শ্রমিকরা অনেক হতাশ হয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here