টঙ্গীতে ১৬৬ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
186
728×90 Banner

সানাউল্লাহ স্বপন : গাজীপুরের টঙ্গী বাজার এলাকা হতে ১৬৬ লিটার চোলাইমদসহ ০১জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
আজ ১৫ অক্টোবর ২০২০ র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার মধ্য দক্ষিণ আরিচপুর সাকিনস্থ মুন্সিপাড়া রোড (নদীরপাড়) মা বাবার দোয়া মেশিনারিজ এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ আব্দুল মালেক@তুলা মিয়া(৪০), পিতা-মোঃ লাল মোহাম্মদ, মাতা- মোসাঃ শহর বানু, সাং-সূবর্ণাতলি, থানা-দেলদুয়ার, জেলা-টাঙ্গাইল, এ/পি-টঙ্গী বাজার(আলেক এর বাড়ির ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর দখল হতে সর্বমোট ৪১৫ বোতল=১৬৬ লিটার দেশীয় চোলাইমদ এবং যার মূল্য অনুমান ৮৩,০০০/- উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানা এলাকাসহ বিভিন্ন স্থানে দেশীয় তৈরী চোলাইমদের অবৈধ ভাবে ব্যবসা করে আসতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য দেশীয় চোলাইমদ তৈরী ও নিজেদের হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর (১) টেবিল ৩৩(গ) ধারার অপরাধ করেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here